একটি nid দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়?

একটি আইডি কার্ড দিয়ে কয়টা বিকাশ খোলা যায়?

একটি nid দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়?

টাকা লেনদেনের ক্ষেত্রে বিকাশ খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।  আমরা বিকাশ থেকে খুব সহজেই টাকা পাঠাতে পারি রিসিভ করতে পারি এবং চাইলে বিকাশের মাধ্যমে বিভিন্ন অনলাইন শপিং সহ নানা ধরনের সুবিধা পেয়ে থাকি। তবে আমাদের অনেকেরই বিকাশ একাউন্ট আছে৷

এবং অনেকের একাউন্ট  বন্ধ হয়ে । তো আমরা যারা নতুন বিকাশ খুবল বা একটি বিকাশে হয়না আরো বিকাশ একাউন্টের দরকার হয় তাদের মনে একটা প্রশ্ন সেটি হচ্ছে একটি nid দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়?

এক সময় একটি nid দিয়ে একাধিক বিকাশ একাউন্ট খোলা যেত কিন্তু এখন আপনি একটি nid দিয়ে মাত্র একটি একাউন্টটি খুলতে পারবেন।

জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

নিকটবর্তী বিকাশ কেয়ারে বিকাশ একাউন্ট খুলতে আপনার মোবাইল ফোন জন্ম নিবন্ধন এর ফটোকপি এবং ১ কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে চলে যাবেন।

বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন

আপনার বিকাশ একাউন্টের নাম্বার কোন কারনে পরিবর্তন করার দরকার হলে সেটিও করতে পারবেন তবে এজন্য আপনাকে বিকাশ হেল্প সেন্টারে কথা বলতে হবে এজন্য আপনি 16247 এই নম্বরে কল দিবেন। এবং আপনার সমস্যাটি বলবেন। আপনি এই বিকাশে যে nid দিয়ে বিকাশ খুলেছেন সেই nid এর নাম্বার এবং নাম ইত্যাদি জানতে চাইবে প্রুভ এর জন্য।  তারপর তারা যাচাই করে আপনাকে বলে দিবে কি কি করতে হবে৷ নাম্বার পরিবর্তন এর জন্য।

 

Leave a Comment