![]() |
পদ্মা সেতুর ছবি |
পদ্মা সেতু বাংলাদেশে যেন এটি এখন একটি শোনার ক্ষনি৷ কারন অনেক জল্পনা কল্পনার পড়ে বাংলাদেশ পেল এই সপ্নের পদ্মা সেতু। যেখানে লাখো মানুষের কষ্ট পোহাতে হয়েছে নদি পারাপারে। সেখানে এখন মাত্র ১০ মিনিটেই পার হওয়া যায় পদ্মা সেতু দিয়ে। এবং এই সেতু এমন ভাবে বানানো হয়েছে যে সারা বিশ্বজুড়েই এর আলোচনা হওয়ার মত ক্ষমতা রাখে কারন নদীর ওপর এক সঙ্গে সড়ক ও রেল সেতু হিসেবে বিশ্বের অন্যতম দীর্ঘ সেতু হচ্ছে ‘পদ্মা সেতু’। নদীর তলদেশের স্থাপন করা ভিত্তির হিসেবে এখন পর্যন্ত বিশ্বে প্রথম। সর্বোচ্চ ১২২ মিটার গভীরে পর্যন্ত বসানো হয়েছে এই সেতুর পাইল। পদ্মা সেতুতে ব্যবহার করা হয়েছে ১০ হাজার টনের বিয়ারিং যাতে এই সেতু টিকে থাকবে রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পেও। সেতু তৈরিতে করা হয়েছে ব্যায়বহুল নদীশাসন। এসব বৈশিষ্ট্যের কারণে এই সেতু বিশ্বজুড়ে প্রকৌশলবিদ্যার পাঠ্যবইয়ে ঠাঁই করে নেবে বলে ধারনা করেন বিশেষজ্ঞরা।
পদ্মা সেতুর খরচ কত? কত কিলোমিটার? পিলার কয়টি? টোল কত? নকশা করেন কে? ইত্যাদি সহ সকল প্রশ্নের উত্তরঃ
প্রশ্নঃ পদ্মা সেতু বিশ্বের কততম সেতু?
পদ্মা সেতু বাংলাদেশের সব থেকে বড় এবং বিশ্বের আলোচিত একটি সেতু এটি সুইডেনের অল্যান্ড ব্রিজকে পেছনে ফেলে ১২২ তম অবস্থান নিয়েছে।
পদ্মা সেতুর নকশা করেন কে?
সপ্নের পদ্মা সেতুর নকশা করেন এইসিওএমের নেতৃত্বে আন্তর্জাতিক এবং জাতীয় পরামর্শকদের নিয়ে একটি দল গঠন করা হয়। আর তারাই হচ্ছে পদ্মা সেতুর নকশা পরামর্শদাতা। তারাই পদ্মা সেতুর নকশা করেন।
পদ্মা সেতু কত কিলোমিটার?
পদ্মা সেতু ৬.১৫ কিলোমিট দৈর্ঘ্য
পদ্মা সেতুর প্রস্থ: ৭২ ফুট।
পদ্মা সেতুর ভায়াডাক্ট: ৩.১৮ কিলোমিট।
পদ্মা সেতুর সংযোগ সড়ক: দুই প্রান্তে প্রায় ১৪ কিলোমিটার।
পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা: ৬০ ফুট।
পদ্মা সেতুর পাইলিং গভীরতা: ৩৮৩ ফুট।
পদ্মা সেতুর পিলার কয়টি?
পদ্মা সেতুর পিলার সংখ্যা ২৬৪ টি
পদ্মা সেতুর খরচ কত?
বাংলাদেশের সব থেকে বড় এবং আলোচিত সেতুর মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা
পদ্মা সেতুর টোল তালিকা ২০২২ঃ
মোটর সাইকেল – ১০০ টাকা
কার/জিপ – ৭৫০ টাকা
পিকআপ – ১২০০ টাকা
মাইক্রোবাস – ১৩০০ টাকা
ছোট বাস – ১৪০০ টাকা
মাঝারি বাস – ২০০০ টাকা
বড় বাস – ২৪০০ টাকা
ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) – ১৬০০ টাকা
মাঝারি ট্রাক (৫-৮ টন) – ২১০০ টাকা
মাঝারি ট্রাক (৮-১১ টন) – ২৮০০ টাকা
ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) – ৫৫০০ টাকা
পদ্মা সেতুর টোল আদায় করবে কে?
পদ্মা সেতুর টোল আদায় করবে কোরিয়া ও চীনের প্রতিষ্ঠান
পদ্মা সেতুর টোল কত বছর নেওয়া হবে?
মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা অনুমান করা যাচ্ছে সেতুর ব্যয় উঠে আসতে সময় লাগবে সাড়ে ৯ বছর।